বাংলাদেশ ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় হট কেক হল হামজা চৌধুরী। হামজা চৌধুরীর আগমন যেন বাংলাদেশের ফুটবল প্রেক্ষাপটকে আস্তে আস্তে বদলে দিতে শুরু করেছে। ইতিমধ্যে সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে পুনরায় ভাবতে শুরু করেছেন।
হামজার পর ইংলিশ লীগে যে ফুটবলারের উপর সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি তিনি হলেন ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে সাধারণ সমর্থকদের মধ্যে।
চেলসির একাডেমী থেকে উঠে আসা এই বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার বর্তমানে রয়েছেন দারুণ ফর্মে। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তার আগ্রহ কতটুকু এ ব্যাপারে জানতে সম্প্রতি আমরা তার বাবা জনাব আব্দুল ওয়াহিদের সাথে যোগাযোগ করেছিলাম।
পুরো সাক্ষাৎকার নিচে তুলে ধরা হল:
সেইভ বাংলাদেশ ফুটবল: কেমন আছেন জনাব? ফারহান কেমন আছে? আপনি জানেন কিনা জানিনা, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই ফারহানের একটা বিরাট সমর্থকগোষ্ঠি তৈরী হয়ে গেছে।
জনাব আব্দুল ওয়াহিদ: আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুই ছেলে ফারহান এবং রাইয়ানের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। নিজেদেরকে ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলতে তারা খুব পরিশ্রম করে যাচ্ছে।
সেইভ বাংলাদেশ ফুটবল: বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ফারহানের কোনো ইচ্ছা বা স্বপ্ন আছে কিনা?
জনাব আব্দুল ওয়াহিদ: দেখুন, সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের হয়ে খেলাটা অনেক বেশি সম্মানজনক। তবে আপাতত আমরা চাচ্ছি সে ক্লাবের হয়ে বেশি ফোকাস করুক, তার কাজ চালিয়ে যাক। ইনশাল্লাহ, অদূর ভবিষ্যতে এ ব্যাপারে কি হয় দেখা যাক। আমরা বর্তমানে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে তার প্রো-কন্ট্রাক্টের ব্যাপারে সর্বোচ্চ নজর রাখছি। এরপরই আমরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ।
সেইভ বাংলাদেশ ফুটবল: অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
Tags
fbt