বাংলাদেশ ফুটবলের ভবিষ্যত নাম্বার নাইন হিসেবে চার সুলিভান ভাইদের একজন- রোনান সুলিভান এর দিকে নজর দিতে পারে বাফুফে।
এখানে স্রেফ নাম্বার নাইন না বলে গোল স্কোরিং নাম্বার নাইন বললে ভালো হবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে গোলখরায় ভুগে আসা দল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার ১৭ গোল নিয়ে আশরাফউদ্দিন আহমেদ চুন্নু যিনি মূলত একজন উইঙ্গার এবং ঘরোয়া লীগে কখনও টপ স্কোরার ছিলেন না। আশ্চর্যজনকভাবে, বাংলাদেশের ইতিহাসে ফিফা স্বীকৃত অফিসিয়াল কোন ম্যাচে একমাত্র হ্যাট্রিক পাওয়া ব্যাক্তিও এই চুন্নু, ১৯৮২ সালে নেপালের বিপক্ষে।
বর্তমানে নাম্বার নাইন হিসেবে খেলার একাধিক ভালো লোকাল খেলোয়াড় পাবার সম্ভাবনা দেখা দিলেও, সে বা তারা যে আন্তর্জাতিকভাবে ভালো স্কোরার হবে সেই সম্ভাবনা কম, প্রায় নাই বলা যায়। তাদের পজিশনিং, পাসিং, হোল্ডিং প্লে ইত্যাদি ভালো হতে পারে, কিন্তু পজিশনের হিসেবে তাদের স্কোরিং সক্ষমতা, বিশেষত ৬ গজ থেকে ও ট্যাপ ইন গোল করার দিক দিয়ে তাদের দুর্বলতা অত্যন্ত লক্ষ্যণীয় ও দৃষ্টিকটু।
আর তা হলে, হামজা বা সামিত সহ যে দারুণ একটা লাইনআপ আমরা পেতে যাচ্ছি, একজন ভালো স্কোরারের অভাবে তাদের প্রচেষ্টা বিফলে যাবে এবং দল হিসেবে আমাদের সফলতার দরজা থেকে অল্পের জন্য ফেরত আসবার মত বিড়ম্বনা সহ্য করতে হবে। এখন অবধি বিশ্বকাপ বা এশিয়া কাপের বাছাই এর গ্রুপ পর্ব থেকে ১/২ পয়েন্ট পেয়ে আসছি আমরা। হামজাদের নিয়ে দেখা যাবে গ্রুপ থেকে ৬/৭/৮ পয়েন্ট পেলাম এবং অল্পের জন্য পরবর্তী পর্বে কোয়ালিফাই করতে পারলাম না।
এবারের এশিয়া কাপ বাছাইও সেরকম একজন স্কোরারের অভাব আমাদের হাড়ে হাড়ে টের পাওয়াতে পারে। তবে বিশ্বকাপ/এশিয়া কাপ বাছাই এর পরবর্তী সাইকেলে তা থেকে মুক্তি পাবার লক্ষ্যে বাফুফের কাজ শুরু করা উচিত এখন থেকেই।
দুর্ভাগ্যজনকভাবে, প্রবাসীদের ভেতরও সেরকম প্রোফাইলের স্কোরিং নাম্বার নাইন দেখা যায় না। ফুলহাম অ২১ দলের ফারহান আলী ওয়ালিদ দারুণ একজন স্কোরিং উইঙ্গার, তবে তার উচ্চতা নাম্বার নাইন হিসেবে যায় না। আর তাকে পেতে আরও অন্তত ৩-৪ বছর অপেক্ষা করতে হবে আমাদের।
এই মুহুর্তেই ভালো একজন নাম্বার নাইন পেতে পারি আমরা, সিনিয়র দলের জন্য না তবে তাকে আমাদের অ২০ দলের ট্রায়ালে আনা যাবে ২০২৬ সালে।
৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার রোনান সুলিভান একজন ভারসাটাইল ফরোয়ার্ড যে MLS Next লীগের FC Delco এর অ১৭ দলের হয়ে খেলা শুরুর অপেক্ষায় আছে। দলটির ২০০৭ ব্যাচের অ১৬ দলের হয়ে গত দুই সিজনে ৪৬ ম্যাচে ৪৪ গোল ও ১৪ এসিস্ট করেছে রোনান। উল্লেখ্য FC Delco দলটির ২০০৮ ব্যাচের অ১৬ দল ২০২৩-২৪ সিজনের MLS next Cup চ্যাম্পিয়ন।
যুক্তরাষ্ট্রের MLS Next লীগ কে আমাদের পাইওনিয়র লীগের সাথে তুলনা করা যায়৷ ১৪৩টি ক্লাবের ৬৭৭টি দল খেলে অ১৩ থেকে অ১৯ পর্যায়ে। এর পরবর্তী ধাপ MLS Next Pro যা যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর ৩য় টায়ার হিসেবে গণ্য এবং এখানে মেজর লীগ সকারের রিজার্ভ দলগুলো খেলে।
রোনানের খেলার ধরণ তুলনা করা যায় হ্যারি কেইন এর সাথে। এডভান্সড ফরোয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থাকে এবং বিল্ড আপ থেকে বল পেতে বিহান্ড দ্য লাইন কিংবা উইং এর দিকে মুভ করে। নিচে নেমে এসেও বিল্ড আপে সহায়তা এবং লং বল সাপ্লাই এর কাজও করতে পারে সে। বক্সে তার পজিশনিং ও ফিনিশিং সক্ষমতা উঁচুমানের। উইং থেকে ড্রিবলিং করে এসে জোন ১৪ বা এর আশপাশ থেকে গোল করবার ক্ষমতা আছে তার এবং ফ্রি-কিক থেকে সরাসরি কয়েকটি গোলও করেছে।
রোনান এখন এমন পর্যায়ে আছে যে, যুক্তরাষ্ট্রের হয়ে খেলবার মত পর্যায়ে সে এখনও পৌছায়নি কুইন বা কাভানের মত কিন্তু আমাদের হয়ে খেলবার মত কোয়ালিটি তার আছে- আমাদের অ২০ দলে।
তার পরিবারেরও তাকে বাংলাদেশের হয়ে খেলতে না দেবার জোড়ালো কোন কারণ নেই। যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলে সে বাংলাদেশের বয়সভিত্তিক দলে আসতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী, ২১ বছর বয়স পর্যন্ত সে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেললেও পরে চাইলে যুক্তরাষ্ট্রের হয়ে সুইচ করতে পারবে, যদি সেরকম পর্যায়ে সে নিজেকে নিতে পারে। অতএব, সুলিভান পরিবার বা বাংলাদেশ, সকলের জন্যই এটা উইন-উইন সিচ্যুয়েশন।
রোনানের জন্য সুলিভান পরিবারের সাথে যোগাযোগের ব্যাপারে বাফুফের তৎপর হওয়া উচিত এখন থেকেই।
Tags
fbt