বাংলাদেশের ভালো ফুটবলার সংকট আছে শোনা যায় কিন্তু ভালো কোচ আছেন কয়জন?


ফিফার সরাসরি কোনো কোচিং লাইসেন্স প্রদান না করলেও তারা কোচিংয়ের জন্য কিছু আন্তজার্তিক মানদন্ড নির্ধারণ করেছে (লেভেল ১, লেভেল ২, লেভেল ৩ কোচিং প্রোগ্রাম থাকলেও এগুলো সরাসরি লাইসেন্সড না, শুধুমাত্র সদস্য দেশগুলোর প্রতি একটি গাইডলাইন প্রদান করে)। ফিফার সদস্যভুক্ত দেশগুলো কোচ নির্ধারণ করার ক্ষেত্রে ফিফার গাইডলাইন মেনে চলা এইসব মানদন্ড অনুসরণ করে। অঞ্চল ভিত্তিক যেসব কোচিং লাইসেন্স ফিফা কর্তৃক স্বীকৃত এর মধ্যে রয়েছে :

★UEFA Coaching License (ইউরোপ অঞ্চল)  

★AFC Coaching License (এশিয়ান অঞ্চল) 

★CONCACAF Coaching License (উত্তর আমেরিকা,মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল)
 
★CONMEBOL Coaching License (দক্ষিণ আমেরিকান অঞ্চল)  

★CAF Coaching License (আফ্রিকান অঞ্চল)

এর মধ্যে উয়েফা (UEFA) কোচিং লাইসেন্সকে এর নিখুঁত মানের কারণে বিশ্বব্যাপী সবচেয়ে বেশী কদর করা হয়। প্রত্যেকটি দেশে যারা পেশাদার কোচ তারা উয়েফা কোচিং লাইসেন্সের পাশাপাশি নিজ অঞ্চলের স্বীকৃত কোচিং লাইসেন্সকে গুরুত্ব দিয়ে থাকে। যেহেতু আমরা এশিয়ান রিজিওনে তাই এর পাশাপাশি এএফসি (AFC) কোচিং লাইসেন্স নিয়েও আলোচনা করব।

শুরুটা এএফসি (AFC) কোচিং লাইসেন্স দিয়েই করি:

 এএফসি (AFC) কোচিং লাইসেন্স:

১)এএফসি প্রো ডিপ্লোমা (AFC Pro Diploma) : এশিয়ার সর্বোচ্চ স্তরে কোচিংয়ের জন্য

২)এএফসি এ ডিপ্লোমা (AFC A Diploma) : পেশাদার ও উপরের স্তরে অংশগ্রহণ করা অপেশাদার দলগুলোর জন্য

৩)এএফসি বি ডিপ্লোমা (AFC B Diploma) : যুবদল ও অপেশাদার দল পরিচালনার জন্য

৪)এএফসি সি ডিপ্লোমা (AFC C Diploma) : নতুন কোচিং ক্যারিয়ার শুরু করা কোচদের জন্য

উয়েফা (UEFA) কোচিং লাইসেন্স :

১)উয়েফা প্রো লাইসেন্স (UEFA Pro License) : পেশাদার ফুটবলের দল পরিচালনার সবচেয়ে কোয়ালিফাইড কোচিং ডিগ্রী

২)উয়েফা এ লাইসেন্স (UEFA A License)  : পেশাদার ও উপরের স্তরে অংশগ্রহণ করা দলগুলোর জন্য

৩)উয়েফা বি লাইসেন্স ( UEFA B License) : যুবদল ও অপেশাদার দল পরিচালনার জন্য

৪)উয়েফা সি লাইসেন্স (UEFA C License) : নতুন কোচিং ক্যারিয়ার শুরু করা কোচদের জন্য


★বাংলাদেশের কোচিং বাস্তবতা আসলে কেমন?

দক্ষিণ এশিয়ার প্রথম উয়েফা এ লাইসেন্স ধারী কোচ হলো বাংলাদেশের মারুফুল হক। তিনি ২০১৫ সালে এই ডিগ্রী অর্জন করেন। তবে এর বাইরে বাংলাদেশী কোনো কোচের এই অর্জন নেই। একটা দেশের ফুটবলের উন্নয়নের সাথে এর কোচিংয়ের ভিত্তিটাও জড়িত। অথচ এতদিন হয়ে গেলেও এক মারুফুল হক ছাড়া বলার মত উচ্চতর ডিগ্রী নেই বাকি কোনো কোচের। আধুনিক ফুটবল জ্ঞান থাকতে হলে কোচিং ডিগ্রী গ্রহণ করে নিজেদের নেক্সট লেভেলে আপগ্রেড করা যেখানে অত্যন্ত জরুরী সেখানে এক মারুফুল হক ছাড়া যেন আর কেউ নেই। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال