নতুন ক্লাবগুলোর জন্য একটি ভালো খবর!
বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৪-২৫ এর ক্লাব লাইসেন্সিং এর ফি প্রায় ৩৫ লক্ষ টাকা কমিয়ে এনেছে বাফুফে, যে কারণে নবাগত ক্লাবগুলো কিংবা হারিয়ে যাওয়া ক্লাবগুলোর জন্য একটা ভালো সুযোগ থাকছে নিজেদেরকে প্রতিযোগিতায় আনার।
আমরা আশা রাখবো, এলাকাভিত্তিক কিংবা অঞ্চলভিত্তিক ক্লাবগুলো এক্ষেত্রে এগিয়ে আসবে তাদের নিজ নিজ জেলা বা বিভাগকে প্রতিনিধিত্ব করার জন্য।
সেই সাথে বাফুফেকেও মাথায় রাখতে হবে, এই টুর্নামেন্ট যাতে একটা নির্দিষ্ট ভেন্যুতেই বন্দী না হয়ে থাকে। কোনো অঞ্চলকে প্রতিনিধিত্ব করা ক্লাব যদি আসে, সেই দলের হোমভেন্যুও যাতে তাদের অঞ্চলের কোনো স্টেডিয়ামে রাখা হয়।
#SaveBangladeshFootball
Tags
latestnews