কক্স সিটি এফসি যদি আবার দল হিসেবে আসে, সেটা হবে ফুটবলের জন্য ইতিবাচক দিক!
বিশ্বের অন্যতম সমাদৃত ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারেরও একটি ক্লাব ছিল, কক্স সিটি এফসি। যারা কিনা প্রথমবার বিসিএল খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়েছিল। তবে আর্থিক সংকট ও নানা অনিয়মের কারণে সে ক্লাব বিপিএলে অংশ নিতে পারেনি।
সুশান্ত ত্রিপুরা, ব্রাদার্স ইউনিয়ন ও বর্তমান বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য। উঠে এসেছেন কক্সবাজারের সেই আলোচিত কক্স সিটি এফসি থেকেই। পেশাগত ফুটবলে তার প্রথম ক্লাব ছিল এই কক্স সিটি এফসিই।
এ ব্যাপারে একান্ত আলাপকালে তিনি আমাদের জানান,"কক্স সিটি এফসির হয়ে স্মৃতি বলতে পেশাদার ফুটবলে আমার আগমন এই ক্লাবের মাধ্যমেই। কক্স সিটি এফসি যদি আবার দল হিসেবে আসে সেটা হবে ফুটবলের জন্য ইতিবাচক দিক।"
সেসময়ে সুশান্তর সাথে এই ক্লাব থেকে আরও উঠে এসেছেন জাতীয় দল ও আবাহনীর আরেক ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম। সেসময় লোকাল ফুটবলকে উন্নতিকরণের একটা বড় প্ল্যাটফর্মও ছিল এই কক্স সিটি এফসি।
সুশান্ত জানান,"কক্স সিটি এফসি ছিল লোকাল ফুটবলার বেরিয়ে আশার বড় প্ল্যাটফর্ম। বিগত সময়ে কক্সবাজার থেকে অনেক আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় বেরিয়ে এসেছে। এখনও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা কিনা টপ লেভেলে খেলার মত। আশা করি কক্স সিটি এফসি অতি দ্রুতই ফুটবলে ফিরে আসবে।"
ফুটবলের নগরী হিসেবে কক্সবাজার বরাবরই সুপরিচিত। এখানে ফুটবলের ব্র্যান্ডিং ফ্যানরাই করে। এ ক্লাবকে নতুন করে এগিয়ে নিতে দরকার শুধু দক্ষ পরিচালনা ও পৃষ্ঠপোষকতা।
Tags
Latest