Fahamedul, rising of a Bangladeshi talent!

২ গোল, ৫ এসিস্টে শেখ রাসেল কে ২০১৪ এএফসি কাপের মূল পর্বে ওঠানো প্যাসকেল মিলিয়েন বিপিএল থেকে থাই টপ টায়ার হয়ে ইতালিয়ান ৪র্থ টায়ারে গিয়েছিল।

হারনান বারকোস বিপিএল থেকে ইতালিয়ান ৪র্থ টায়ারে যায়। সে আসলে আরও উপরের টায়ার ডিজার্ভ করতো।

এখানে ফাহমিদ কে তাদের সমকক্ষ বলছি না কিন্তু এই উদাহরণগুলো দেয়া এটা বোঝাতে যে, ফাহমিদ তার নিজের লেভেলটা আগামী ১-২ বছর ধরে রেখে মোটামুটি ভালো গেম টাইম পেলে, লং-টার্ম এ সে আমাদের গোল খরার ভালো প্রতিকার হতে পারবে।



ফাহমিদ মূলত উইং এ খেলে কিন্তু বক্স স্ট্রাইকার হিসেবেও খেলার দক্ষতা তার আছে। সবচেয়ে বড় কথা, তার ফিনিশিং সক্ষমতা খুবই ভালো।

ইতালিয়ান ৪র্থ টায়ার তথা সিরি-ডি ইতালিয়ান সেমি-প্রো ফুটবলের সর্বোচ্চ পর্যায়।

তার আগের ক্লাব সাম্পডোরিয়া ২০২২-২৩ সিজনে সিরি এ থেকে রেলিগেট হয়ে গিয়েছিল। সেই দলের অ১৯ পর্যন্ত ছিল ফাহমিদ।



প্যাসকেল মিলিয়েনের সাবেক সিরি-ডি ক্লাব, ফিদেলিস আন্দ্রিয়াতে খেলে ডোমিনিকান রিপাবলিক (ফিফা র‍্যাংকিং ১৫০) ও সম্প্রতি আফ্রিকাতে সাড়া ফেলা গাম্বিয়া (১৩২) জাতীয় দলের ফুটবলার।

সিরি-ডি এর স্তরে আছে মোট ৯টি গ্রুপ, যার প্রথম তিনটিতে আছে ২০টি করে ক্লাব এবং বাকিগুলোতে ১৮টি করে। খেলা হয় হোম এন্ড এওয়ে বেসিস এ।

সেখানে নানা দেশের সিনিয়র ও আন্ডার এজ জাতীয় দলের প্রচুর খেলোয়াড় খেলে চলেছে।


Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال