Match Preview: Bangladesh U17 vs Philippines U17!

Match Preview! 

নিজেদের পথ নিজেরাই যেন কঠিন করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ জনের কম্বোডিয়াকে পেয়েও সেলফিস গেমপ্লের কার‍ণে গোল বের করতে পারে নি বাংলাদেশ। উলটো ম্যাচের শেষ দিকে গোল হজম করে বসে সাইফুল বারি টিটুর শিষ্যরা। 

তাই মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য যদি থাকে তাহলে আগামীকালের ম্যাচটা অনেকটাই বাঁচা-মরার লড়াই বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলা অপু রহমান ওয়ান ভার্সেস ওয়ানে মিস করেছেন বেশ ক'টি সুযোগ। তাই শুরুর একাদশে আসতে পারে কিছুটা পরিবর্তন। একাদশে জায়গা পেতে পারেন সবশেষ অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জোড়া গোল করা বাংলাদেশের অসাধারণ কামব্যাকের নায়ক নাম্বার নাইন মোহাম্মদ মানিক! 

অন্যদিকে দুই ম্যাচের দুইটিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কম্বোডিয়া। অন্যদিকে প্রথম ম্যাচে মাকাওকে ৭-০ গোলে হারালেও পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ৮-০ গোলের বড় মার্জিনে হেরে যায় ফিলিপাইন। 

তবে সব সমীকরণকে বাদ দিয়ে জয়ের জন্যই খেলতে হবে বাংলাদেশকে। আগের ম্যাচের খামখেয়ালীপনা ও সেলফিশনেস বাদ দিয়ে টিমের জন্য খেলতে হবে সবাইকে। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال