সুলেমান দিয়াবাতের বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। এ ব্যাপারে দিয়াবাতের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, " আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলতে। ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি।"
এ ব্যাপারে বেশ ইতিবাচক দেখা গেল বাফুফেকেও।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার বলেন, "দিয়াবাতেকে নিয়ে ফেডারেশন আন্তরিক, পেপারওয়ার্ক চলছে। এর আগেও তার সাথে আমরা বসেছি, শুনেছি সে ছুটি কাটিয়ে দেশে এসেছে। ক্লাবের মাধ্যমে আবার যোগাযোগ করা হবে। ফিফার চাহিদা অনুযায়ী দিয়াবাতের ইমিগ্রেশন ও বাংলাদেশে অবস্থান সংক্রান্ত তথ্যের জন্য একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। সেখান থেকে কাগজ পাওয়ার পর বাকি প্রক্রিয়া।"
এদিক সুলেমান দিয়াবাতে যদি বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেন সেটা হবে বাংলাদেশের জন্য একটা চমৎকার ব্যাপার। কারণ দিয়াবাতের ফর্ম আর ফিটনেস অনুযায়ী তিনি এখনও ২-৩ বছর সার্ভিস দিতে পারবেন।
অন্যদিকে গত সিজনে সেকেন্ড লেগে এলিটা কিংসলে ৮ ম্যাচে করেছিলেন ৪ গোল। দিয়াবাতের সাথে এলিটাকেও জাতীয় দলের রাডারে রাখা যাবে ব্যাকাপ স্ট্রাইকার হিসেবে।
এলিটার ফিটনেস যেহেতু আগের মত টপনচ নেই তাই এলিটার কাছ থেকে উচিত হবে শেষ দিকে ১০-১৫ মিনিটের ক্যামিও বের করে আনা। অন্যদিকে ম্যাচের বাকিসময় সুলেমান দিয়াবাতেই সামাল দিতে পারবেন।
Tags
analysis