এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৫ এর বাছাইপর্বে গ্রুপ-বি'তে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া, ফিলিপাইন, মাকাও ও আফগানিস্তান। গ্রুপ-বি এর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কম্বোডিয়াতে।
প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর ১০ টি গ্রুপের মধ্যে ৫ বেস্ট রানার-আপ দল সুযোগ পাবে মূল পর্বে। অর্থাৎ বাছাইপর্ব থেকে টোটাল ১৫টি দল ও স্বাগতিক সৌদি আরবকে নিয়ে আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর।
বাংলাদেশের ম্যাচসমূহ:
⚫ ১৯ শে অক্টোবর, সন্ধ্যা ৭টা
প্রতিপক্ষ কম্বোডিয়া 🇰🇭
⚫ ২৩ শে অক্টোবর, সন্ধ্যা ৭ টা
প্রতিপক্ষ ফিলিপাইন 🇵🇭
⚫ ২৫ শে অক্টোবর, বিকাল ৪ টা
প্রতিপক্ষ মাকাও 🇲🇴
⚫ ২৭ শে অক্টোবর, বিকাল ৪ টা
প্রতিপক্ষ আফগানিস্তান 🇦🇫
উল্লেখ্য গতকালই ভারতের কাছে হেরে ফাইনালে ২-০ ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা খুইয়েছে সতেরো না পেরোনো বাংলার ছেলেরা। তবে সেসব স্মৃতিকে ভুলে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে সাইফুল বারি টিটুর শিষ্যরা।
Tags
match schedule