অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে যাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ!

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৫ এর বাছাইপর্বে গ্রুপ-বি'তে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কম্বোডিয়া, ফিলিপাইন, মাকাও ও আফগানিস্তান। গ্রুপ-বি এর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কম্বোডিয়াতে। 

প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর ১০ টি গ্রুপের মধ্যে ৫ বেস্ট রানার-আপ দল সুযোগ পাবে মূল পর্বে। অর্থাৎ বাছাইপর্ব থেকে টোটাল ১৫টি দল ও স্বাগতিক সৌদি আরবকে নিয়ে আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর। 

বাংলাদেশের ম্যাচসমূহ: 

⚫ ১৯ শে অক্টোবর, সন্ধ্যা ৭টা 
প্রতিপক্ষ কম্বোডিয়া 🇰🇭


⚫ ২৩ শে অক্টোবর, সন্ধ্যা ৭ টা
প্রতিপক্ষ ফিলিপাইন 🇵🇭


⚫ ২৫ শে অক্টোবর, বিকাল ৪ টা
প্রতিপক্ষ মাকাও 🇲🇴


⚫ ২৭ শে অক্টোবর, বিকাল ৪ টা
প্রতিপক্ষ আফগানিস্তান 🇦🇫



উল্লেখ্য গতকালই ভারতের কাছে হেরে ফাইনালে ২-০ ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা খুইয়েছে সতেরো না পেরোনো বাংলার ছেলেরা। তবে সেসব স্মৃতিকে ভুলে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে সাইফুল বারি টিটুর শিষ্যরা। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال