সামিত-দিয়াবাতের অন্তর্ভুক্তি শীঘ্রই হোক!


🚨 𝗡𝗲𝘅𝘁 𝗧𝗮𝗿𝗴𝗲𝘁: 𝗗𝗶𝗮𝗯𝗮𝘁𝗲 𝗮𝗻𝗱 𝗦𝗵𝗮𝗺𝗶𝘁 𝗦𝗵𝗼𝗺𝗲! ⌛🇧🇩

সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া ভালো কিছু অর্জন করা সম্ভব না। হামজা বাংলাদেশে আসছেন একদমই নিশ্চিত। এখন তাহলে টিম ম্যানেজমেন্টের প্ল্যান কি হওয়া উচিত? 

আগামীবছর মার্চেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ড তথা ফাইনাল রাউন্ড। যেখানে ২৪ টি দল ৬ টি গ্রুপে ভাগ হয়ে হোম-এওয়ে সিস্টেমে প্রতিযোগিতা করবে। প্রতি গ্রুপ থেকে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই সুযোগ পাবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। 

পাহাড়-সমান চ্যালেঞ্জ। তবে আমরা চাই না প্রতিবারের মত বাংলাদেশ শুধুমাত্র নামমাত্র গিয়ে অংশগ্রহণ করে আসুক। একটা ভাল ফাইট দেওয়া দরকার। লক্ষ্য রাখা উচিত আমরা এশিয়ান কাপে খেলবোই, যেকোনো মূল্যেই। 

সে কারণে সামিত সোম এবং দিয়াবাতেকে অন্তর্ভুক্তি করা এখন একদম ফরজ। কারণ এশিয়ান লেভেলে ফাইট দিতে হলে হামজার পাশাপাশি সামিত এবং দিয়াবাতের মত ফাইটারদের লাগবেই। বাফুফের যদি আসলেই ভাল কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই দু'জনকে নিয়ে ইমিডিয়েট কাজ করা উচিত।

#SaveBangladeshFootball
#shamitshome | #souleymanediabate
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال