𝗔𝗻 𝗘𝘅𝗰𝗶𝘁𝗶𝗻𝗴 𝗗𝗮𝘆 𝗔𝘄𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗙𝗼𝗿 𝗧𝗵𝗲 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗙𝗮𝗻𝘀!


🚨 𝗔𝗻 𝗘𝘅𝗰𝗶𝘁𝗶𝗻𝗴 𝗗𝗮𝘆 𝗔𝘄𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗙𝗼𝗿 𝗧𝗵𝗲 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗙𝗮𝗻𝘀! ⌛😉

পুরোনো দ্বৈরথ, পুরোনো অনুভূতি, আরও একটা ঢাকা ডার্বি! তবে এর পাশাপাশি থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাকে শীর্ষে নিয়ে যাওয়ার। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

অন্যদিকে আরেক হাইভোল্টেজ ম্যাচে উড়তে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। বসুন্ধরাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে মোহামেডান ও আবাহনীকে চোখ রাঙাবে পুরান ঢাকার জায়ান্টরা। অন্যদিকে নিজেদেরকে ট্র‍্যাকে ফিরিয়ে আনতে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বসুন্ধরার কাছে। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। 

দিনের অপর ম্যাচে দুপুর আড়াইটায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চলতি সিজনে ধুকতে থাকা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি।

#BPL #football #SaveBangladeshFootball
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال