ফিরে আসুক বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব!


বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব, সিলেটকে প্রতিনিধিত্ব করা একটি দল। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এ ক্লাবটি ২০০৯-১০ সিজনে খেলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগে। কিন্তু বর্তমানে ক্লাবটির কার্যক্রম একেবারেই ঝিমিয়ে আছে বলা যায়। 

তবে তাদের সামনে থাকছে প্রত্যাবর্তনের এক মোক্ষম সুযোগ। আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগে যেকোনো ক্লাবের লাইসেন্সিংয়ের বিষয়টা বাফুফে একদম উন্মুক্ত রেখেছে। তাছাড়া হোম ভেন্যু হিসেবে তাদের হাতে রয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। 

"বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউনাইটেড কিংডম" নামে প্রবাসীদের একটি ক্লাব যুক্তরাষ্ট্রে আছে। তাই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যদি ক্লাব রিবিল্ডিংয়ে আবারও এগিয়ে আসেন, তাহলে আমরা হয়ত সিলেটের গর্ব বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে আবারও মাঠে দেখতে পারব। 

#biyanibazar #sportingclub #SaveBangladeshFootball
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال