উড়ছে রহমতগঞ্জ, আবাহনীও অপরাজিত এখন পর্যন্ত!



চলতি সিজনে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি রীতিমতো উড়ছে। মাঝারি মানের দল হয়েও বড় দলগুলোর সাথে সমানতালে টক্কর দিচ্ছে। আজ ফেডারেশন কাপে তারা হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অসাধারণ এক গোলে দলের জয়ে ভূমিকা রেখেছেন রাজন হাওলাদার। 

যেখানেই বল সেখানেই যেন মোস্তফা। পুরো মাঠ  দাপিয়ে বেড়াচ্ছেন মিশরের এই ম্যাজিশিয়ান!

বিপিএলে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে রহমতগঞ্জ। এবারের আসরে নতুন উন্মাদনা তথাপি লিগে বড় ফ্যাক্টর হতে চলেছে রহমতগঞ্জ এমএফসি।

অপরদিকে বিদেশি খেলোয়াড় ছাড়াই এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে ধানমন্ডির ক্লাব আবাহনী লিমিটেড ঢাকা। বিপিএলে ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াং ম্যান্স ক্লাবকে হারানোর পর আজ ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال