কেমন গেলো বিপিএলের প্রথম রাউন্ড?



এ বছরের ফুটবল মৌসুম শুরু হয়েছিলো মূলত চ্যালেঞ্জ কাপ দিয়ে। গণঅভ্যূত্থান, বাফুফে নির্বাচন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি পেরিয়ে ২৯শে নভেম্বর যাত্রা শুরু হয় ১৭তম পেশাদার লীগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 

দেশের প্রথম সারির লীগের মাঠ ব্যবস্থাপনা এবং সম্প্রচার মান নিয়ে প্রশ্ন উঠেছে। শহীদ বরকত স্টেডিয়াম, গাজীপুরে মোহামেডান বনাম ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এই বছরের বিপিএল। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে বালি-মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়েছে, ক্রিকেট পিচের উপর সবুজ ঘাস বসানোর চেষ্টাও করা হয়েছে। ৬-০ ব্যবধানে ম্যাচ জিতলেও মাঠ এবং ড্রেসিংরুম নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন মোহামেডানের খেলোয়াড়েরা। 


মাঠের বেহাল দশার কথা জানতে পেশাদার লীগ কমিটির সাথে যোগাযোগ করলে জানা যায় ভিন্ন কারণ, প্রতিটি ক্লাব তাদের হোম ভেন্যু সংস্কার করার কথা, কিন্তু তারা এই দায়িত্ব পালন করেননি। একইদিনে শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জে পুলিশ এফসি বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ অনুষ্ঠিত হয়, ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলের ব্যবধানে জয়ে নতুন মৌসুমের পথচলাটা অবশ্য রঙিন করে রেখেছে। অন্যদিকে নিজেদের হোম ভেন্যুতে সন্ধ্যার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ধরাশায়ী হয়েছিল কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া এবারের সিজনে খেলতে নামা ক্লাব চট্টগ্রাম আবাহনী। ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয়ে শিরোপা প্রত্যাশীরা এবারও আগমনী বার্তা দিয়ে রেখেছে! 


৩০ শে নভেম্বর মুন্সীগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি চমকে দেয় ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে। ফর্টিস এফসি বল পজিশনে এগিয়ে থাকলেও রহমতগঞ্জের খেলোয়াড়েরা সুযোগ লুফে নিয়েছিলো গোল করে! অন্যদিকে দিনের অপর ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ২-০ গোলে পরাজিত করে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। 

প্রথম রাউন্ড শেষে সবার উপরে বসুন্ধরা কিংস আর তলানিতে চট্রগ্রাম আবাহনী। ২০২৪-২৫ মৌসুমের রাউন্ড ১ শেষ হলো পুরান ঢাকার ক্লাবগুলোর জয়ের মধ্য দিয়ে। অবশ্য ৫ টি ম্যাচের কোনোটিই ড্র হয়নি! 


কিন্তু সবকিছু ছাপিয়ে সমর্থকেরা ক্ষুব্ধ ছিল বাজে আউটফিল্ড এবং সম্প্রচার মান নিয়ে। গাজীপুরের মাঠকে অনেকেই মফস্বলে এলাকার মাঠের চাইতেও খারাপ বলে তুলনা করছেন।  কেউ কেউ প্রশ্ন তুলছেন মাঠে ডিজিটাল স্কোরবোর্ড। এসব অব্যবস্থাপনার মধ্য দিয়ে লিগ চলতে থাকলে ফুটবলের মানোন্নয়ন আদৌ হবে কি? 
নিদিষ্ট কিছু ম্যাচে ধারাভাষ্য আছে আবার বাকিগুলোতে নেই; এই বিষয় নিয়েও ক্ষোভ ঝেড়েছেন সমর্থকেরা।

ইউটিউবে দেখানো নিম্নমানের সম্প্রচার নিয়ে আছে গুরুতর অভিযোগ। 
রাউন্ড-২ এর খেলা শুরুর আগে ঘুরে দাঁড়ানোর সময় পাচ্ছে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা নিয়েও আছে ধোঁয়াশা।
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال