আফগানিস্তানের বিপক্ষে মানিককেই দরকার শুরুর একাদশে!


বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের নাম্বার নাইন হিসেবে অলরেডী প্রুভেন মোহাম্মদ মানিক। গত সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে তার সেই দুর্দান্ত ক্যামিওর কথা সবাই মনে রাখবে। ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ মানিকের দুই গোলে নিজেদের ম্যাচে টিকিয়ে রাখে, পরবর্তীতে ফাইনালেও যায়। 

চলমান অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে এখন পর্যন্ত তেমন গেমটাইমই পাননি মানিক। প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন একদম শেষ দিকে। অবশ্য আজ ম্যাকাওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে দারুণ দুটি গোল করেন মানিক। 

মানিকের সবচেয়ে বড় গুণ সে শুধুই বক্স স্ট্রাইকার না। সে অনেকটা সুয়ারেজ কিংবা হ্যারি কেইন প্রোফাইলের প্লেয়ার যারা কিনা গোল করার পাশাপাশি ডিপে গিয়ে গেম বিল্ডাপেও হেল্প করতে পারে। মানিকের পজিশানিং সেন্স দারুণ। বিশেষ করে অফ দ্যা বলে অপজিশানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের জন্য ভালো স্পেস ক্রিয়েট করতে পারে। 


যেহেতু দলের আরেক স্ট্রাইকার অপু রহমান এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি, তাই আমরা আশা রাখব কোচ সাইফুল বারি টিটু আফগানিস্তানের বিপক্ষে শুরুর একাদশে মানিককেই জায়গা দিবেন। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال