#সমীকরণ: AFC U17 Asian Cup Qualifiers!
তথ্যসূত্র: আরেফীন জিসান
⚫ যেভাবে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হবো:
➡️ আফগানিস্তানকে অন্তত ২ গোলের ব্যবধানে হারালে।
➡️ কম্বোডিয়া ফিলিপাইনকে হারাতে ব্যর্থ হলে ও আমরা আফগানিস্তানকে যে কোন ব্যবধানে হারালে।
⚫ যেভাবে আমরা গ্রুপ রানার আপ হবো:
➡️ আফগানিস্তানের সাথে ড্র করলে ও ফিলিপাইন কম্বোডিয়াকে হারালে। এক্ষেত্রে ফিলিপাইন গ্রুপে ৩য় হওয়ায়, ৪ পয়েন্ট ও +১ গোল ব্যবধান নিয়ে সেরা গ্রুপ রানার আপের লড়াইতে থাকবো আমরা।
➡️আফগানিস্তানকে ১ গোলের ব্যবধানে হারালে ও কম্বোডিয়া ফিলিপাইনকে হারালে। সেক্ষেত্রে, সেরা গ্রুপ রানার আপের লড়াইতে আমাদের পয়েন্ট হবে ৩ ও গোল ব্যবধান ০।
১০টি গ্রুপ থেকে সেরা গ্রুপ রানার আপ হিসেবে কোয়ালিফাই করতে পারবে ৫টি দল। অন্যান্য গ্রুপগুলো নিয়ে যদি আমরা প্রেডিক্ট করি-
গ্রুপ A তে ইরান রানার আপ হবে -২ গোল ব্যবধান নিয়ে।
আমরা গ্রুপ B তে।
গ্রুপ C থেকে চীন ৪ পয়েন্ট ও +২ গোল ব্যবধান পেতে পারে।
গ্রুপ D থেকে ভারত ৪ পয়েন্ট ও +১ গোল ব্যবধান পেতে পারে।
গ্রুপ E থেকে ইরাকের কাছে হেরে উজবেকিস্তান ০/-১ গোল ব্যবধান নিয়ে রানার আপ হতে পারে।
গ্রুপ F এ কাতার জাপানের কাছে হেরে -১ থেকে +৪ গোল ডিফারেন্স নিয়ে রানার আপ হতে পারে।
গ্রুপ G থেকে ইন্দোনেশিয়া ৪ পয়েন্ট ও +১ গোল ব্যবধান পেতে পারে।
গ্রুপ H থেকে মালয়েশিয়া বা লাওস রানার আপ হবে -১/০ গোল ব্যবধানে।
গ্রুপ I থেকে ভিয়েতনাম রানার আপ হতে পারে ২ পয়েন্ট নিয়ে কিংবা যদি কিরগিজিস্তান মিয়ানমারের কাছে হারে, তাহলে ইয়েমেনের সাথে ড্র করে ভিয়েতনামিজদের থাকবে ৪ পয়েন্ট ও +২ গোল ব্যবধান।
গ্রুপ J থেকে ওমান ৪ পয়েন্ট ও +৫ গোল ব্যবধান পেতে পারে।
অন্যান্য গ্রুপগুলোর প্রেডিকশন যতটা সম্ভব আমাদের প্রতিকূলে রেখে করেছি। অবস্থা এর চেয়ে অনুকূল হতে পারে কিংবা আরও বেশি প্রতিকূল হতে পারে।
সব কিছুই নির্ভর করবে বাংলাদেশ কি করে দেখাতে পারবে মাঠে। তারা টিম প্লে তে ইগো দেখাবে নাকি এশিয়াতে উজ্জ্বল এক সম্ভাবনাকে সামনে রেখে এক হয়ে খেলতে নামবে?
আফগানদের বিপক্ষে সেট পিস ডিফেন্ডিং নিয়ে দুশ্চিন্তা কিছু থাকছেই৷ তবে এশিয়া কাপের মূল পর্ব ও এর মাঝের এক্সপোজার ট্যুরগুলো এবং নিজেরা ফুটবলীয় সামর্থ্যে আরও পরিণত হবার হাতছানি সামনে। গতকালই কম্বোডিয়া আফগানদের ৫ ম্যাচের ক্লিন শিট ভেঙ্গে দিয়েছে গোল করে৷ পেনাল্টি মিস না করলে কম্বোডিয়া ২টা গোলও দিতে পারতো আফগানদের। অন্য কারও দিকে তাকিয়ে না থাকতে আমাদেরও স্রেফ ২ গোলই চাই। শুভ কামনা রইলো।
Tags
analysis