একজন কোচ কেনো স্বাধীনভাবে কাজ করতে পারছেন না?
ম্যাচে হারজিতের চেয়েও গুরুত্বপূর্ণ হল ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনে যখন ভাটা পড়বে তখন লং-টার্মে আপনাকে ভুগতে হবে। একজন কোচের নিজস্ব কিছু প্ল্যান এবং ট্যাকটিক্স আছে। সে ট্যাকটিক্স নিয়ে কাজ করতে কোচের দরকার যথেষ্ট স্বাধীনতা।
বাংলাদেশের জাতীয় দলগুলোতে সিন্ডিকেট নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। এই সিন্ডিকেটের কারণেই বাংলাদেশ ফুটবল একটু একটু করে পিছিয়ে চলে গেছে তলানীতে৷
সম্প্রতি এ নিয়ে বেশ কয়েকবার অভিযোগ করেছেন বর্তমান বাংলাদেশ জাতীয় মহিলা দলের হেডকোচ পিটার বাটলার। তিনি অভিযোগ করেছেন দলের সাথে না থেকেও বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ানোর চেষ্টা করছে। এমনকি তার ম্যান রোটেশন নিয়েও সেখানে একটা পক্ষ ঝামেলা করতে চাচ্ছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে পিটার বাটলার যথেষ্ট হাই প্রোফাইল একজন কোচ। খেলোয়াড়ি জীবনে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লীগেও। স্বাভাবিকভাবেই এ ধরণের কোচেরা বেশ প্রফেশনাল হয়। সে জায়গায় তাদেরকে কাজ না করতে না দিলে দেশের ফুটবলেরই ক্ষতি। আশা করব বাফুফের নবগঠিত কমিটি এ ব্যাপারে দৃশ্যমান ভূমিকা রাখবে।
Tags
analysis