চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক যোদ্ধা!


চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বিমল কর! 

বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সক্রিয় সদস্য হিসাবে ভারতের বিভিন্ন জায়গায় ফুটবল খেলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেওয়ার আগে ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। স্বাধীনতার পর ভিক্টোরিয়া ও ওয়ান্ডারার্সের হয়ে কিছুদিন খেলার পর ফিরে যান নিজের শহর চট্টগ্রামে। জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সেখানেই। দেশ স্বাধীনের পর ঢাকার আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া, মোহামেডান, পিডিবি, রেলওয়ে, কাষ্টমস এবং চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন দলে ফুটবল খেলেন।

বৃহত্তর নোয়াখালী ও ফেনী জেলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে এবং বাফুফের প্রথম সারির ফুটবল রেফারী হিসেবে তিনি নিজেকে বহু বছর নিয়োজিত রেখেছিলেন।

লেখা: সেলিম সাদ 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال