আমাদের দায়িত্ব হামজাকে সাদরে গ্রহণ করা!


বাংলাদেশে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে হামজা চৌধুরী। ইতোমধ্যেই কাগজে-কলমের সব আনুষ্ঠানিক সম্পন্ন। এখন শুধুমাত্র ফিফার প্লেয়ার স্ট্যাটাস পাওয়া বাকি, যেটা কিনা সময়ের ব্যাপার মাত্র। 

হামজার বাংলাদেশে আগমন সম্পর্কে বেশ ইতিবাচক জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। 

সেইভ বাংলাদেশ ফুটবলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, "হামজা চৌধুরী অনেক অভিজ্ঞ একজন ফুটবলার। তিনি প্রিমিয়ার লীগে খেলেন, যেটা আমাদের টিমের জন্য এবং পুরো দেশের মানুষের জন্য অনেক বড় একটা ব্যাপার।"


তিনি আরও বলেন, "অনেকদিন ধরেই তাঁকে বাংলাদেশে আনার চেষ্টা চলছিল। অবশেষে আমরা জেনেছি এবং শুনতে পেয়েছি যে নভেম্বরের ফিফা উইন্ডোতে তিনি আমাদের সাথে জয়েন করতে পারেন। এটা আমাদের দলের জন্য অবশ্যই একটা পজিটিভ ব্যাপার।"

"সে যদি বাংলাদেশে আসে আমি মনে করি এই জায়গায় আমাদের দায়িত্ব হল তাকে ভালোভাবে গ্রহণ করা এবং সহযোগিতা করা।" 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال