বসুন্ধরা কিংস ও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হকের মধ্যকার দ্বন্দ্ব চরমে। যে কারণে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ঘোষিত স্কোয়াডে থাকছেন না আসিফ, শ্রাবণ, চন্দন, রাহুলদের মত সাফজয়ী ফুটবলাররা।
মারুফুলের অভিযোগ এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের জন্য আয়োজন করা অনুশীলন ক্যাম্পে বসুন্ধরার কাছে বারবার চিঠি দিয়েও ফুটবলার পাননি তিনি। ৬ জন ফুটবলার চাওয়া হলেও চোট ও ইঞ্জুরী দেখিয়ে বসুন্ধরা ফুটবলার পাঠিয়েছিল ৪ জন। এতেই চটে যান মারুফুল। ফলে ওই ২ জনকেও অনুশীলনে নামতে দেননি তিনি।
মারুফুলের এমন আচরণের নিন্দা জানিয়েছে বসুন্ধরা কিংসও। তারা বলেছে মারুফুল অপেশাদারি আচরণ করেছে। এও জানিয়েছে মারুফুল কোচ থাকাকালীন তারা কোনো বয়সভিত্তিক দলের জন্য খেলোয়াড় পাঠাবে না।
এর জবাবে মারুফুল বলেছেন নিজেদের স্বার্থে দেশের বৃহৎ স্বার্থকে ভূলুণ্ঠিত করা একটা ক্লাব নিজেদের কিভাবে পেশাদার ক্লাব হিসেবে দাবী করতে পারে?
তবে এ দু'পক্ষের রেষারেষিতে শেষমেশ ক্ষতিটা হচ্ছে দেশের ফুটবলেরই। সাফ জেতা ৪ জন প্লেয়ারকে ছাড়াই আজ দল ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশের গ্রুপে আছে সিরিয়া, ভিয়েতনাম, ভূটান ও কুয়ামের মত শক্তিশালী প্রতিপক্ষ। সবকিছু মিলিয়ে কঠিন এ চ্যালেঞ্জ অপেক্ষা করছে মারুফুল ও তার দলের সামনে।
Tags
bangladesh