শিল্পপতি হয়েও যারা ফুটবলকে ধারণ করে, ফুটবলের উন্নয়ন করতে চায় আজ তাদেরই গল্প বলছি। ফর্টিস গ্রুপ থেকেই ফর্টিস এফসির পথচলা শুরু। ফর্টিস গ্রুপের কর্ণধার শাহাদাত হোসেন এবং তার সহোদর শাহিন হাসান ছোটবেলা থেকেই ফুটবল প্রেমী। ফর্টিস গ্রুপ মূলত গার্মেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তার প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সামনেই তিনি প্যাশনের জায়গা থেকে একটি করে ফুটবল খেলার মাঠ নির্মাণ করেছেন। ফুটবল ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে ৪ ই ফেব্রুয়ারী ২০২০ সালে ফর্টিস ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়। শুরুতে বয়সভিত্তিক একাডেমি করা হলেও দেশের ফুটবলের পাইপলাইন শক্তিশালী করতে ফুটবল একাডেমির নাম পরিবর্তন করে ফর্টিস এফসি করা হয়।
তাদের সফলতা শুরু হয় ২০২১-২২ সিজনে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের শিরোপা দিয়ে। ফলস্বরূপ ২০২২-২৩ মৌসুমে দেশের সর্বোচ্চ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রমোশন পেয়ে যায় ফর্টিস এফসি। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৮ বিপিএলে ফর্টিস এফসি তাদের শক্তিমত্তা জানান দেয় রানার-আপ হয়ে। আবাহনীর সাথে একটি ম্যাচে পরাজয় ব্যাতিত পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দলটি ছিলো অপ্রতিরোধ্য।
বর্তমানে ফর্টিস এফসিতে বিভিন্ন বয়সী ৮০+ ক্ষুদে ফুটবলার একাডেমীতে প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে ফর্টিস ক্লাবে তালিকভুক্ত অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড় রয়েছেন ৫০ জন। সিনিয়র টিমে প্রথমে ২৮ জন খেলোয়াড় নিবন্ধিত থাকলেও বর্তমানে শেখ জামাল এবং শেখ রাসেল ক্লাবগুলো স্থবির হয়ে পড়লে আরো নতুন ৬ জন খেলোয়াড় সংযুক্ত করে নেয় ফর্টিস।
ঢাকায় ৪ টির অধিক মানসম্পন্ন প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে ফর্টিসের যা প্রফেশনাল ক্লাব হিসেবে এগিয়ে রাখবে ফর্টিসকে। ক্লাবটির নিজস্ব আবাসন এবং ট্রান্সপোর্টেসন ব্যবস্থা রয়েছে। দেশের চলমান সংকটেও সব প্লেয়ারদের বেতন সঠিক সময়ে প্রদান করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেন ক্লাবটির ম্যানেজার রাশেদুল ইসলাম। ফর্টিস এফসির প্রেসিডেন্ট শাহিন হাসান প্রতিটি ক্যাম্পে, ট্রেনিংয়ে সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় টিমের সাথে খেলা দেখতে যান। প্রেসিডেন্ট শাহিন হাসানের তত্ত্বাবধানে ফর্টিস এফসি দিনকে দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ফুটবলের উন্নতির জন্যে আধুনিকায়নের জন্য যেকোনো ভূমিকা পালনে প্রস্তুত আছেন তিনি। ফুটবল ডেভেলপমেন্টে এরকম কর্পোরেট ইয়াং ব্লাডরা এগিয়ে আসলে আমাদের ফুটবল পিছিয়ে থাকার কথা নয়।
Tags
Latest