শৃঙ্খলাজনিত কারণেই রাখা হয়নি অস্কারকে!


কিংসের ডেরা ছেড়েছেন অস্কার ব্রুজন। এ নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অস্কারকে নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ছিল ফুটবল প্রেমীদের। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের সাথে বহুবার তর্কে জড়িয়ে হয়েছেন বিতর্কিত ও সমালোচিত। 

সম্প্রতি বাংলাট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি দোষ চাপিয়েছেন বসুন্ধরা কিংসের ম্যানেজার ওয়াহিদজ্জামানের উপর। 

তবে সে ব্যাপারে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ইমরুল হাসান। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, " ম্যানেজার আমাকে ব্রুজোনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজোন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাঁকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে। নয়তো এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াব না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলেই আমাদের কাছে মনে হয়েছে।"

তবে পরবর্তীতে কে নিতে যাচ্ছেন বসুন্ধরার কোচিংয়ের দায়িত্ব সে বিষয়ে এখনও নিশ্চিভাবে কিছু জানাননি বসুন্ধরা প্রেসিডেন্ট। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال