বাফুফে অনূর্ধ্ব ১৮ ফুটবল লিগের শিরোপা রেইসে টিকে আছে শুধুমাত্র আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। গতকাল অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছে আকাশী নীলরা।
অন্যদিকে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে এখন পর্যন্ত লিগের ২য় স্থান তথা রানার্সআপের মেডেল নিশ্চিত করেছে ফরটিস এফসির কিশোররা। অপরদিকে দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হেরে শিরোপার রেস থেকে পুরোপুরি ছিটকে গেছে বসুন্ধরা কিংস।
আগামী ১৬ই জুলাই ও ১৯ জুলাই আবাহনী মোকাবেলা করবে যথাক্রমে পুলিশ এফসি ও শেখ রাসেলকে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানে ফর্টিস এফসি। তাই শেষ দু'ম্যাচে কোনো প্রকার অঘটন না ঘটলে আবাহনীই হয়ত জিততে যাচ্ছে অনূর্ধ্ব-১৮ লীগের শিরোপা।
Tags
Latest