ছোটদের ফুটবলে বয়োজ্যেষ্ঠদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ!


দেশের বিভিন্ন জায়গায় চলছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তবে টুর্নামেন্টের নামে যা চলছে সেটা রীতিমতো ফাজলামি ছাড়া আর কিছুই নয়। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে অনূর্ধ্ব-১৭ বয়স নাম করে যারা মাঠে খেলছেন তাদের অনেকের বয়স সতেরোরও দ্বিগুণ। এমনকি অনেকের চেহারা ও চালচলন দেখে দিব্যি মনে হয় তাদের নিজেদেরও হয়ত সতেরো বছরের কাছাকাছি বয়সের বাচ্চা আছে। 

এ টাইপের টুর্নামেন্টগুলো আয়োজনের মূল উদ্দেশ্য হল শিশু-কিশোরদের মাদকদ্রব্যসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা। সেই সাথে আগামীর তারকাদের খুঁজে বের করা। কিন্তু এমতাবস্থা চলতে থাকলে অচিরেই দেশের ফুটবল একদম তলানীতে গিয়ে ঠেকবে। এ দায় আয়োজক কমিটি কোনোভাবেই এড়িয়ে যেতে পারে নাহ। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال