২০২৩-২৪ সিজন শেষে বেশ বড়সড় গুঞ্জন ছিল বসুন্ধরায় আর থাকছেন না রবসন রবিনহো। তবে সব গুঞ্জনকে পাশ কাটিয়ে আবারও নতুন কন্ট্রাক্টে সাইন করলেন এ ব্রাজিলিয়ান সেনসেশন।
রবসনকে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে বেশ আগে থেকেই ফুটবলপাড়ায় আলোচনা চলছিল। তবে বসুন্ধরা ছেড়ে যাওয়ার গুঞ্জনে রবসনের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারটা অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। কেননা বাংলাদেশের হয়ে খেলতে হলে রবসনকে আরও এক বছর বাংলাদেশে থাকতে হত৷
তবে সবকিছু ছাপিয়ে বাংলার ফুটবল ফ্যানরা চাইলে নতুন করে স্বপ্ন দেখতেই পারেন। কারণ রবসন যেহেতু আগামী সিজনে থাকছেন তাই তার পাঁচ বছরের কোটাও পূরণ হয়ে যাবে একসাথে। তারপরই রবসন চাইলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
Tags
analysis