আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার জোর সম্ভাবনা রয়েছে দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আন্দ্রেস মেসির। কোলকাতার জনপ্রিয় সাংবাদিক শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আগামী বছর ফেব্রুয়ারিতে মেসির ইন্টার মিয়ামীর হয়ে চীনের সফর করবে। সেই সফরের সময় দেড় দিন সময় বের করে ঢাকা ও কলকাতা সফরের পরিকল্পনা চলছে। মেসির বাবার সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। সামনে আরো আনুষ্ঠানিকতা রয়েছে। আমি আশাবাদী সে ঢাকা ও কলকাতায় আসবে।"
এর আগে শতদ্রু দত্তের তত্ত্বাবধানে কোলকাতা ভ্রমণে আসেন ডিয়েগো মারাদোনা। এছাড়া এমি মার্টিনেজ ও রোনালদিনহোকে বাংলাদেশে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে চলতি বছরের জুলাইয়ে ডি-মারিয়ার বাংলাদেশে আসার কথা থাকলেও পিছিয়ে গেছে সে সফর। তবে এ বছরের কোনো একসময়-ই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এ আর্জেন্টাইন ও সাবেক রেয়াল মাদ্রিদ সুপারস্টার।
Tags
Latest