প্যারিসে গতির ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশের ইমরানুর!

অলিম্পিকে গতির ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশের ইমরানুর! 

বাংলাদেশ থেকে ৩য় ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। এর আগে বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। 

ইমরানুর রহমান এবার প্যারিস অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করবেন। অলিম্পিকে শুধুমাত্র অ্যাথলেটিকস ও সাঁতার ইভেন্টেই ওয়াইন্ড কার্ড দিয়ে থাকে বৈশ্বিক ফেডারেশন। এবার তারা শুধুমাত্র একটি কোটাই রেখেছিলেন বাংলাদেশের জন্য। সে জায়গায় এথলেটিক্স ফেডারেশন ইমরানুরের নাম আগে পছন্দ করে।

ইংল্যান্ড থেকে সরাসরি প্যারিসে বাংলাদেশ টিমের সাথে যোগ দিবেন ইমরানুর। ইমরানুরের জন্য রইল শুভকামনা। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال