লক্ষ্য যদি হয় এশিয়ান কাপ!

এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইপর্বের ৩য় রাউন্ডে সরাসরি খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে শুধুমাত্র অংশগ্রহণ করাটাই যদি মূখ্য বিষয় হয়ে থাকে তাহলে এরকম স্টেজে না যাওয়াটাই বোধহয় ভাল। কেননা এমন বিগ স্টেজের ম্যাচে আপনাকে অবশ্যই প্ল্যান-বি রেডি রাখতে হবে। আপনি বছরের পর বছর একই স্ট্র‍্যাটেজিতে খেলিয়ে টিমের সাক্সেস আনতে পারবেন না। 

বাংলাদেশ এখানে অপনেন্ট হিসেবে যাদেরকে পেতে যাচ্ছে তারা কাগজে-কলমে নিঃসন্দেহে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। প্রত্যেকটি পট হতে একটি করে দল নিয়ে এক-একটা গ্রুপ গঠন করা হবে। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এই গ্রুপ পর্বের ড্র।

এশিয়ান কাপ বাছাইপর্বের আগে বাংলাদেশ খুব সম্ভবত তিনটি ফিফা-উইন্ডো পাবে। এই ৩টি স্লটই যথাযথভাবে কাজে লাগাতে হবে বাংলাদেশকে। তুলনামূলক কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচ আয়োজনের চেষ্টা করতে হবে বাফুফেকে। পুরো স্কোয়াডটাকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিতে হবে। 

হামজা চৌধুরী ও সামিত সোমের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বাফুফেকে। কেননা এশিয়ান কাপ বাছাইপর্বের মত বিগ স্টেজে এ দু'জন প্লেয়ারের অন্তর্ভুক্তি টিমে দারুণভাবে শক্তি জোগাবে। 

উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ এশিয়ান কাপে অংশ নিয়েছিল ১৯৮০ সালে। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال