সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের আগমন বাংলাদেশে!


কিছু কিছু মূহুর্ত স্বপ্নের চেয়েও সুন্দর হয়। তেমনি এক অনিন্দ্য সুন্দর মূহুর্তের সাক্ষী হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল। ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল আন্দ্রেস মেসি পা রেখেছিলেন ঢাকায়। 

৫ই সেপ্টেম্বর, ২০১১। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখেন মেসি, হিগুয়েইন, ডি মারিয়ারা। মেসিদের বরণ করে নিতে বিমান বন্দরে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। 
তারপরের দিন, অর্থাৎ ৬ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে মেসির আর্জেন্টিনা। মেসি ও তার আর্জেন্টিনাও যেন সমর্থকদের হতাশ করেনি। ম্যাচের ২৪তম মিনিটে মেসির দুর্দান্ত এক এসিস্ট থেকে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। 

এর ঠিক পরের মিনিটেই যে মুহূর্তটা, সে মূহুর্তের জন্যই হয়ত পুরো গ্যালারি অপেক্ষায় ছিল। ম্যাচের ২৬ তম মিনিটে বল পায়ে একাই ৩-৪ জনকে ড্রিবল পাস্ট করে বক্সে ঢুকে পড়েন মেসি। গ্যালারি থেকে গগণবিদারী চিৎকার। তবে নাইজেরিয়া গোলরক্ষকের সেইভে গোলটা মেসি না পেলেও পেয়েছিলেন আনহেল ডি মারিয়া। অন্য একটি গোল হয় আত্মঘাতী গোল। আর্জেন্টিনা বাংলাদেশ ছাড়ে ৩-১ গোলের সুখস্মৃতি নিয়ে। 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال