গ্রামীণ ব্যাংক ও ফ্রান্সের বিখ্যাত শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডানোনের যৌথ উদ্যোগে বগুড়ায় গ্রামীণ-ডানোন ফুড ফ্যাক্টরি উদ্বোধন করতে ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান ঢাকায় পা রেখেছিলেন ২০০৬ সালের ৬ই নভেম্বর রাত ১০টায়। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো–পূর্ববর্তী সময়ে অন্যতম বড় তারকা ছিলেন তিনি। ২০০৬ ওয়ার্ল্ডকাপের গোল্ডেন বল জিতে ছিলেন আলোচনার চূড়ায়, তেমনি আবার ফাইনালে মাতারাজ্জিকে মাথা ঢুস দিয়ে মেরে লাল কার্ড খেয়ে হয়েছিলেন সমালোচিত। তবে জিদানের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করা মাতারাজ্জিকে, জিদানের মারা ঢুসের প্রশংসাও করেছিলেন অনেকে। সে গল্প আরেকদিন হবে।
সেসময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা বাংলাদেশে জিদানের আগমন যেন দেশের মানুষের মাঝে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছিল। জিদানও যেন মিশে গিয়েছিলেন বাংলার মাটি ও মানুষের সাথে।
২০০৬ সালের ৭ই নভেম্বর অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের সাথে এক প্রদর্শনী ম্যাচে অংশ নেন জিদান। যেখানে তিনি প্রথমার্ধে খেলেন আবাহনীর হয়ে, এবং পরের হাফ খেলেন মোহামেডানের জার্সিতে।
ফুটবল বিশ্বকে দারুণ প্রতাপে রাজ করে যাওয়া এই কিংবদন্তির আজ জন্মদিন। শুভ জন্মদিন জিনেদিন জিদান।
Tags
Latest