ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ!

ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ! 

শনিবার সকালেই সুখবর শুনল বাংলাদেশ। সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচফ কাপ হকি টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। 

অর্পিতা পাল করেন দুর্দান্ত এক হ্যাট্রিক। অন্যদিকে রিয়া আফরিন ও কনা আক্তার করেন জোড়া গোল এবং নাদিরা, সানজিদা ও লিমা একটি করে গোল করেন। এই জয়ের ফলে বাংলাদেশ অ-২১ নারী দলের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকিট নিশ্চিত হল বাংলাদেশের। 

বাংলার বাঘিনীদের প্রাণঢালা অভিনন্দন! 
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال