ন্যাশনাল টিমের রাডারে থাকা প্লেয়ারদের কাছ থেকে আমাদের চাওয়া সবসময়ই বেশি থাকে। যে কারণে তাদের শারীরিক সুস্থতা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
পাড়ার মাঠে খেপ খেলার অপকারী দিক অনেক। এবড়োথেবড়ো মাঠে ইঞ্জুর্ড হওয়ার প্রবণতা থাকে অনেক বেশি। আর পেশাদারিত্বের জায়গা থেকেও জাতীয় দলের রাডারে থাকা প্লেয়ারদের এমন খেপ খেলা নীতিবিরোধী কাজ।
অনেকেই হয়ত বলবেন নিজ এলাকার লোকজনের অনুরোধে তারা খেপ খেলছেন। কিন্তু এলাকার চেয়েও দেশের সাথে যে কমিটমেন্ট সেটা বড় অবশ্যই বড়।