দেশের সর্বোচ্চ লিগে খেলা "ঐতিহ্যবাহী" ক্লাব গুলোর সংস্কার প্রয়োজন!
যে সকল দলের ২০২৪ সালে এসেও এখন পর্যন্ত একটি নিজস্ব ওয়েব সাইট নাই, সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল একাউন্ট নাই, মিডিয়া বিভাগ নাই, নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড নাই, জিম নাই৷ তাদেরকে ফুটবল ফেডারেশন থেকে কালো তালিকা ভুক্ত করে আলটিমেটাম দেওয়া উচিৎ। বয়সভিত্তিক দল নাই, নারী দল নাই; মান্ধাতা আমলের ধ্যান ধারনা নিয়ে কোন রকম চলছে।
সারা দুনিয়ায় খেলোয়াড় তৈরি করে ক্লাব! আর আমাদের দেশে খেলোয়াড় তৈরি করবে কাজি সালাউদ্দিন। কাজি সালাউদ্দিন চলে গেছেন এখন কার সমালোচনা করবো? তাবিথ আউয়াল এখন খেলোয়াড় তৈরি করবে? নারী খেলোয়াড়দের বাফুফে ভবনে রেখে সাফ চাম্পিয়ন হবে!
আর ঐতিহ্য বাহী ক্লাব থেকে ৩/৪ জন করে বাফুফে নির্বাচন করে ক্ষমতা ভোগ করবে। তাদের টাকা নাই ডোনেশন এ চলে অথচ প্রতি মৌসুমে ৫/১০ কোটি খরচ করে লিগে ৪/৫ পজিশন টিকে থাকতে অথবা রেলিগেশন থেকে বেঁচে থাকতে।
ক্লাব কতৃপক্ষের কোন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেই, কোন ভিশন নেই। কিন্তু মিশন আছে, বছরের পর বছর এরা ক্লাবে এবং ফেডারেশনে ক্ষমতা ধরে রাখতে সিদ্ধহস্ত!
লেখক: সেলিম সাদ
Tags
analysis