অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের সেই আইনকনিক দৃশ্য সবার মনে আছে নিশ্চয়! ভিরাট কোহলিকে বোল্ড করার পর আকাশে ভাসছিলেন তিনি, পেছনে পুরোপুরি চুপ আহমেদাবাদ স্টেডিয়ামের প্রায় দেড় লক্ষ ভারতীয় সমর্থক। গতকাল সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি ঘটালেন বাংলার মেয়ে ঋতুপর্ণা চাকমা।
ম্যাচের ৫২ মিনিটে মনিকা চাকমার ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৫৬ মিনিটেই সমতায় ফেরে নেপাল। ম্যাচের ৮১ তম মিনিটে জোন-১৬ থেকে অবিশ্বাস্য এক গোল করে বাঘিনীদের পক্ষে শিরোপ নিশ্চিত করেন ঋতুপর্ণা।
১৫৩০০ দর্শকের উপস্থিতিতে টইটম্বুর ছিল নেপালের দশরথ স্টেডিয়াম। স্বাগতিক নেপালকে সমর্থন দিতে এসেছিল তারা। এমন পরিস্থিতি স্বাগতিকদের মাঠে প্রতিপক্ষের নার্ভ ধরে রাখা সহজ নয়, সেটা হোক পুরুষ ফুটবল দল। সেখানে আমাদের মেয়েরা নিয়মিত এমন পরিবেশে ফুটবল খেলে অভ্যস্থ নয়। কিন্তু তার পরেও এমন প্রতিকুল পরিবেশে কি দারূণ সাফ ফুটবলের ফাইনাল জিতে নিল তারা।
অদম্য এই মেয়েরা!
Tags
bdwomen