সড়ক দূর্ঘটনা কেড়ে নিয়েছিল এক সম্ভাবনাময়ী ফুটবলারের জীবন!


লেখক: সেলিম সাদ 

আজ তানভীর এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী!
তানভীর অত্যন্ত দ্রুতগতির একজন খেলোয়াড় ছিলেন। তার প্রচণ্ড গতির কাছে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার হয়ে যেত। জীবন যুদ্ধে তানভীর দ্রুত গতির কাছেই হেরে যান। ২০১৫ সালের ১৯ মে নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির  ট্রাকের সঙ্গে তার বাসের সংঘর্ষ হয়। এসময় অন্য যাত্রীদের মতো তানভীরও মারাত্মক আহত হন। দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছর পঙ্গু অবস্থায় নাটোর, রাজশাহী ও ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন এই মিডফিল্ডার। অবশেষে ২০১৮ সালের ৯ অক্টোবর মাত্র ৪০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০০৩-০৪ মৌসুমে নিটল টাটা ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবে তানভীর একটি মোটরসাইকেল পুরস্কার পেয়েছিলেন। এক সময়ের জাতীয় দলের দাপুটে এই ফুটবলার ১৯৯৫ সাল থেকে ফার্স্ট ডিভিশন লিগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এশিয়া কাপ খেলার মাধ্যমে ১৯৯৮ সালে জাতীয় দলে তার অভিষেক হয়, খেলতেন মাঝমাঠের বাঁ দিকে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান, উজবেকিস্তান, কাতার, লন্ডনসহ প্রায় ১৪টি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলেছেন তানভীর।

ক্লাব ফুটবলেও ছিল তার বিচরণ। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ফেনী সকার, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো নামিদামি ক্লাবে খেলে তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০০৫ সালে শেখ রাসেলের প্রথম প্রতিষ্ঠার বছরেই রানার্সআপ ট্রফি জিতিয়ে দেওয়া ছিল তাঁর ক্যারিয়ার সেরা অবদান।
Previous Post Next Post

Advert1

Advert2

نموذج الاتصال